সাজনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়টি নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নস্থ সাজনপুর গ্রামে অবস্থিত। বর্তমানে বিদ্যালয়টির দুইটি গৃহ আছে।দুইটি গৃহ দক্ষিন মুখী। বিদ্যালয়টির কক্ষ বিশিষ্ট একটি টিনশেড বিল্ডিং ।অপর গৃহটি দ্বি কক্ষ বিশিষ্টি বিল্ডিং
প্রচলিত আছে,সাজনপুর গ্রামের শিক্ষার প্রসারের মহৎ উদ্দেশ্যে অত্র গ্রামের সুনামধন্য জনাব মোঃ বাবর আলী মুন্সী ১৯২০ খ্রীঃ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।
পরবর্তী সময়ে বিদ্যালয়টি স্থানান্তরিত করে এ গ্রামেই । গ্রামের মাঝামাঝি স্থানে স্থাপন করা হয়।বর্তমানে যে মূলগৃহটি আছে তা স্থাপিত হয় ১৯৯২ সালে । তার সাথে
দ্বি কক্ষ বিশিষ্ট একটি বিল্ডিং স্থাপিত হয় ২০০১-২০০২ সনে। বিদ্যালয়ের দাতা মরহুম জনাব মোঃ বাবর আলী মুন্সীর ছেলে জনাব মোঃ ফজলুর রহমান গং এর নাম সুপরিচিত।
সভাপতি-মোঃ শাহজাহান
সহসভাপতি-আকলিমা
সদস্য সচিব-অরুন কুমার দাস
সদস্য-মোঃ মিজবাহ উদ্দিন
মোঃ ইস্রাফিল
মোঃ সালাহউদ্দিন কামাল
২০০৯ সালে ৭৩.৯১%
২০১০ সালে ১০০%
২০১১ সালে ১০০%
২০১২ সালে ১০০%
২০১৩ সালে ১০০%
২০১০ সালে তমা আক্তার বৃত্তি পায়
২০১১ সালে শাহাব উদ্দিন
২০১৩ ইমরান আহম্মদ(ইমু),মোঃ মেজবাহ উদ্দিন আকরাম বৃত্তি পায়
গত চার বছর যাবত পাসের হার ১০০%
বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন
জারইতলা ইউনিয়ন পরিষদ থেকে ১/২ পূর্বে
১.তমা আক্তার
২.শাহাব উদ্দিন
৩.ইমরান আহম্মদ (ইমু)
৪.মেজবাহ উদ্দিন আকরাম
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস