কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলাধীন সিংপুর ইউনিয়নের সম্পুর্ন হাওয়ার বেষ্টিত দূর্গম এলাকায় ডুবি গ্রামে উক্ত মাদ্রাসা টি উপস্থিত।
হযরত মাওলানা মোঃ শামছ উদ্দিন সাহেবের উদ্যোগে ১৯৮৬ সালে প্রতিষ্টিত হয় এবং ১৯৮৭ সালে সরকার কর্তৃক মঞ্জুরি হয়। ও ১৯৯৫ সালে এম পি ও ভূক্ত হয়।
১। মাওঃ মোঃ শামছ উদ্দিন - সভাপতি/প্রতিষ্টাতা
২। মোঃ আমিনুল ইসলাম - সদস্য সচিব
৩। মোঃ কমল মিয়া - অভিবাবক সদস্য
৪। মোঃ শহিদ মিয়া - অভিবাবক সদস্য
৫। মোঃ আঃ হালিম - অভিবাবক সদস্য
৬। মোঃ আঃ আহাদ মোন্সী - অভিবাবক সদস্য
৭। মোঃ আজিজুর রহমান - শিক্ষক প্রতিনিধি সদস্য
৮। কাজলা - মহিলা সদস্য
৯। মোঃ আবু বাকার ছিদ্দিক - শিক্ষক প্রতিনিধি সদস্য
১০। মাহমুদা আমাতুল্লাহ - শিক্ষক মহিলা প্রতিনিধি সদস্য
১১। সুরুজ আলী - দাতা সদস্য
২০০৯ সালে-১০০% | ২০১০ সালে ১০০% |
২০১১ সালে ১০০% | ২০১২ সালে ৯৫% |
২০১৩ সালে ১০০% |
২০১০ সাল থেকে সমাপনী পরীক্ষায় ১০০% নিশ্চিত করা হয়েছে।
ঝড়ে পড়া রোধ করা ও শিক্ষার গুনগত মান নিশ্চিত করা এবং ছাত্র/ছাত্রীর ফলাফল আরো মান সম্মত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
নৌকা ছাড়া এখানে যাওয়া যায় না।
১। মোঃ জাকির হোসেন, ২। মোঃ তোফাজ্জল হোসেন, ৩। এনামুল হক, ৪। মোঃ ইলাল মিয়া, ৫, মোঃ সানি সুমন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস