অর্থ বিদ্যালয়টি নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নে রোদারপুড্ডা গ্রামে অবস্থিত।বিদ্যালয়টি দুটি পাকা ভবন রয়েছে। একটি ভবন ১৯৯৫ সালে পূর্নমেরামত করা হয়।যা বর্তমানে নাজুক অবস্থায় আছে।আরেকটি ভবন ২০০৫-২০০৬ অর্থ বছরে পিইডিপি প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে।বিদ্যালয়টিতে মোট ৫টি শ্রেণী কক্ষ রয়েছে। এর মধ্যে ৪টি ব্যবহার যোগ্য।২০১৪ সালে এই বিদ্যালয়ে ৬ষ্ট শ্রেনী কার্যক্রম শুরু হয়।
বিদ্যালয়টি ১৯৭৩ সালে রোদারপুড্ডা গ্রামের কিছু ধনবান ব্যক্তির উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।
১.সভাপতি-মোঃ বাহার উদ্দিন,
২.সহসভাপতি-জহির উদ্দিন,
৩.সদস্য সচিব-মোঃ বদরুল আমিন,
সদস্য-৪.সাইফুল ইসলাম,
৫.মোঃ জসিম উদ্দিন,
৬.আলম মিয়া,
৭.শরমিন সুলতানা,
৮.পপি আক্তার,
৯.নাজমা আক্তার,
১০.সুপ্রিয়া রাণী দাস,
১১.রমেন্দ্র চন্দ্র সরকার,
২০০৯ সালে-৯৪%
২০১০ সালে-১০০%
২০১১ সালে-১০০%
২০১২ সালে-১০০%
২০১৩ সালে-১০০%
ঝরে পড়া রোধ,শতভাগ ভর্তি নিশ্চিত করা,সমাপনী পরীক্ষায় পাসের হার ১০০% নিশ্চিত।
লেখা পড়ার গুনগত মান আরো বৃদ্ধি,৮ম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু।
জারইতলা ইউনিয়ন পরিষদ থেকে ২.৫ কি.মি উত্তরে। নিকলী উপজেলা থেকে ৩ কি.মি দক্ষিনে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস