বিদ্যালয় টি গ্রামের পূর্ব দিকে অবস্থিত। ইহা একটি পাকা ভবন। ইহাতে তিনটি শ্রেণী কক্ষ ও একটি অফিস কক্ষ রয়েছে।
বিদ্যালয় টি পূর্ব সিংপুর এলাকায় অবস্থিত। ১৯৮৫ সালে বিদ্যালয়টি স্থাপন করা হয়। চার জন শিক্ষক দ্বারা বিদ্যালয় টি পরিচালিত হইতেছে। ১৯৯৪ সালে পুর্ণঃ নির্মাণ করা হয়। এবং ২০১৩ সালে সরকারী করণ করা হয়।
মোঃ মাসুদুল ইসলাম-সভাপতি
মোঃ নাছির উদ্দিন- সহ-সভাঃ
আমান উল্লাহ - সদস্য
আনজু মিয়া-সদস্য
আকরাম হোসেন-সদস্য
মোছাঃ জুসনা-সদস্য
সামসুন্নাহার-সদস্য
নীলুফার ইয়াসমিন-সদস্য
আসরাফুল আলম-সদস্য
২০০৯ সালে ১০০%
২০১০ সাল ১০০%
২০১১ সাল ১০০%
২০১২ সাল ১০০%
২০১৩ সাল ১০০%
নিকলী থেকে বিদ্যালয় টির দূরত্ব প্রায় ১০ কিলোমিটার, বর্ষা কালে নৌকায় আসতে হয়।
শাহিন আলম, মোহনা, তামভীর, রবিন, সানজিদা, মেহেদী, আওলাদ, হাসান মিয়া, তাকিয়া, রিয়াজ উদ্দিন, মুসফিকা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস