কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার প্রান কেন্দ্রে অবস্থিত। শহীদ স্মরনিকা বালিকা উচ্চ বিদ্যালয় ।এটি নিকলী উপজেলার একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান ।
১৯৭১ইংসনে মুক্তিযুদ্ধে যারা লড়াই করে শাহাদাত বরণ করেছেন তাদের স্মৃতিতে ধরে রাখার জন্য এর নামকরণ করা হয়েছে শহীদ স্মরনিকা বালিকা উচ্চ বিদ্যালয় ।১৯৭১ইং সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মুক্তিযুদ্ধাদের খাওয়া পড়ার জন্যে সংগৃহীত তহবিলের উদ্ধৃত টাকা দিয়ে নিকলী জি সি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব আব্দুল জব্বার স্যারের উদ্যোগে এবং জনাব মতিয়র রহমান বীর বিক্রম এর নেতৃত্বে মুক্তিযোদ্ধা ও স্থানীয় নেতৃত্ববৃন্দের সহযোগিতায় নারী শিক্ষা প্রসারের জন্য বিদ্যালয়টি আত্ম-প্রকাশ করে। বিদ্যালয়টি উদ্ধোধন করেন তখনকার এম,এন,এ বতর্মান মহান জাতীয় সংসদের মাননীয় স্পীকার এডভোকেট জনাব আব্দুল হামিদ। |
জনাব রাবেয়া রহমান সভাপতি
আব্দুল হামিদ কো-অপ্ট সদস্য
ছিদ্দিকুর রহমান অভিভাবক সদস্য
তাপস সাহা অভিভাবক সদস্য
রিয়াজুল হক অভিভাবক সদস্য
সাইফুল ইসলাম অভিভাবক সদস্য
পাপিয়া পারভীন সাধনা মহিলা অভিভাবক সদস্য
বুলবুল নাহার শিক্ষক প্রতিনিধি
মোহাম্মদ আলী শিক্ষক প্রতিনিধি
মোহাম্মদ সাফী উদ্দিন সদস্য সচিব
২০১১সালে জে এস সি ১৩৪জনের ১০৬ জন পাশের হার ৭৯.১০% ২০১১ এসএসসি সনে ৮৬ জনের মধ্যে ৭৬ জন পাশের হার ৮৮.৩৭%
মেধা ১ জন
সাধারণ বৃত্তি ৪ জন
২০১১সালে SEQAEP কর্তৃক উদ্দীপনা পুরষ্কার লাভ।
বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন,আধুনিক তথ্য প্রযুক্তি জ্ঞানার্জন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস