বিদ্যালয়টি অতি প্রাচীন। এটি কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলা সদরে উপস্থিত একমাত্র বালক বিদ্যালয়। প্রতিষ্ঠানটির ফলাফল ও সার্বিক পরিবেশ সন্তোষজনক। |
নিকলী ভাটি এলাকার মানুষের মাঝে শিক্ষার আলো জ্বালানোর মহৎ উদ্দেশ্য নিয়ে মোহরকোনা নিবাসী স্বর্গীয় বাবু গুরুদয়াল সাহা ও তার ভাই স্বর্গীয় বাবু মহিম চন্দ্র সাহা নিজ বাড়ী সংলগ্ন নিজ জায়গায় ১৯৩৮ সালে ইহা প্রতিষ্ঠা করেন। তাঁদের পিতার নামানুসারে বিদ্যালয়টির নামকরণ করেন। নিকলী গোরাচাঁদ হাইস্কুল, সংক্ষেপে নিকলী জি.সি হাই স্কুল। |
৬ষ্ঠ (ক+খ)=১৮৭ জন। ৭ম শ্রেণী-১৭৫ জন। ৮ম শ্রেণী-১৪৯ জন। ৯ম শ্রেণী(বিজ্ঞান+মান:+ব্যব:) ৩৭+৪০+৪৭=১২৪ জন। ১০ম=(বিজ্ঞান+মান:+ব্যব:)১৮+৩৮+৩০=৮৬ জন। |
নিয়মিত- ০৮/০৩/২০১০ থেকে ০৭/০৩/২০১২ পর্যন্ত বর্তমানে এডহক কমিটি গঠন প্রক্রিয়াধীন।
|
২০১০ সনে জে,এস,সি পরীক্ষা মোট পরীক্ষার্থী-৯৬ জন মোট পাস-৯৬ জন। ২০১১ সনে মোট পরীক্ষার্থী-১৫৯জন। মোট পাস-১২২ জন। |
অষ্টম শ্রেণীতে ৪ জন (২০১০), ট্যালেন্টপুল-১, সাধারণ-৩
|
উপজেলার সকল প্রতিষ্ঠানে পারফরমেন্সের উপর ভিত্তি করে শিক্ষা মন্ত্রনালয়ের সেকায়েপ প্রকল্প কর্তৃক শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের উদ্দীপনা পুরস্কার হিসাবে ৭৫,০০০/-টাকা এবং শিক্ষকদের জন্য উদ্দীপনা পুরস্কার (২বার)। |
বিদ্যালযে সকল পরীক্ষায় শতভাগ পাশ নিশ্চিত করণ এবং আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাল্টিমিডিয়া পাঠদান বাস্তবায়ন করা। |
ডাকঘর-নিকলী, উপজেলা-নিকলী, জেলা-কিশোরগঞ্জ। email-nikligcpilothighschool@yahoo.com, ফোন-০৯৪৩২৫৬০২৬ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস